খবর৭১ঃগতকাল বিশ্বরেকর্ডের হাতছানি ছিল প্রোটিয়া শিবিরে। ৩৩০ রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নেই কারও।
আর গতকাল ডুপ্লেসিদের সেই বিশ্বরেকর্ডের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। সে রেকর্ডটি করে দেখাতে পারেনি তারা।
গতকাল টসে হেরে গিয়ে ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। সৌম্যের দুর্দান্ত শুরুই জানান দেয় আজ কিছু একটা করে দেখাবে টাইগাররা।
এরপর সাকিব-মুশফিকের ১৪২ রানে রেকর্ড জুটি মজবুত অবস্থানে দাঁড় করায় বাংলাদেশকে। শেষের দিকে মাহমুদুল্লাহ ও মোসাদ্দেকের ঝড়ো ইনিংসে স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ৩৩০ রানে।
এতো বড় টার্গেট ছুঁতে পারেননি হাসিম আমলা বিহীন ফাফ ডুপ্লেসিরা।
এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আয়ারল্যান্ডের। ২০১১ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের দেয়া ৩২৮ রান তাড়া করে জয় পায় আয়ারল্যান্ড। আর সে পাহাড়সম রান করতে আয়ারল্যান্ডের খরচ হয় মাত্র তিন উইকেট। সেদিন কেভিন ও ব্রায়ানের ১১৩ রানের অসাধারণ ইনিংসে ৩২৯ রান করে আইরিশরা।
আয়ায়ল্যান্ডের পরেই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। ঘটনাটি ২০১৫ সালের। স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ডটি করে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিরুদ্ধে ৩১৯ রানের বিশাল স্কোর তুলে দেয় স্কটল্যান্ড।
জবাবে ৮ উইকেটে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সেদিন তামিমের ৯৫, মাহমুদুল্লাহর ৬২, মুশফিক ও সাকিবের অর্ধশতকে ভর করে ৩২২ রান করে টাইগাররা।