খবর ৭১ঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের চার ক্রিকেটারকে নিয়ে টুইট করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আলোচিত ওই ক্রিকেটাররা হলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টুইটার পেজে বাংলাদেশের এই চার তারকার ছবি পোস্ট করে স্ট্যাটাস দেয়।
ওই স্ট্যাটাসে আইসিসি জানায়, ২০০৭ সালের বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষ জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচেও রোববারের মতো বাংলাদেশ ক্রিকেটের চার লিজেন্ডস মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক ছিলেন।
২০০৭ সালের ম্যাচে মোহাম্মদ আশরাফুলের অসাধারণ ব্যাটিংয়ে ৮ উইকেটে ২৫১ রান করে ৬৭ রানে জয় পায় বাংলাদেশ।
রোববারের আগে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটাই ছিল বাংলাদেশের প্রথম জয়। চলতি বিশ্বকাপের আগে বিশ্ব মঞ্চে তিন ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে জিতে আফ্রিকা, একটি মাত্র ম্যাচে জয় পায় বাংলাদেশ।