খবর৭১ঃ খাগড়াছড়ি বাজার থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছোট ডেমশা এলাকার মনির আহম্মেদের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৩) এবং খাগড়াছড়ি জেলার সদর উপজেলার মাইসছড়ি এলাকার রমজান আলীর ছেলে মো. আসাদুজ্জামান (২০)।
রবিবার (২ জুন) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহদাত হোসেন টিটু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক লিটন চাকমার নেতৃত্বে বিকালে খাগড়াছড়ি বাজারের মসজিদ সংলগ্ন রাস্তা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে