মুশফিক-সাকিবের ব্যাটে বাংলাদেশের নতুন ইতিহাস

0
282

খবর৭১ঃ
দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ৩৩১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ওভালে রবিবার টস হেরে ফিল্ডিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩৩০ রান করেছে মাশরাফি বাহিনী। চলতি বিশ্বকাপে শুরুর পাঁচ ম্যাচে এটি সবচেয়ে বড় স্কোর। আর বিশ্বকাপে এটি বাংলাদেশের সবচেয়ে বড় সংগ্রহ। এর আগে বিশ্বকাপে ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩২২ রান করেছিল।

তামিম-সৌম্যের ভালো একটি সূচনার পর বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এই দুজন তৃতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। যা বিশ্বকাপে দেশের ইতিহাসে সেরা জুটি। সেই ভিত্তির উপর দাঁড়িয়েই ৩৩০ রানের বড় লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here