খবর৭১ঃ ঈদুল ফিতরে মুক্তি প্রতিক্ষীত ছবি ‘নোলক’ এর ট্রেলার আজ রবিবার প্রকাশ করা হয়েছে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ববি।
বি হ্যাপি এন্টারটেইনম্যান্ট প্রযোজিত এ ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, তারিক আনাম খান, রজতাভ দত্ত, শহীদুল আলম সাচ্চু, সুপ্রিয় দত্ত, নিমা রহমান, রেবেকা রউফ।