খবর৭১ঃ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। ১০৪ রানে স্বাগতিকদের কাছে হেরে যান তারা। সে ধাক্কা সামলে নিতে আজ রোববার বাংলাদেশের ওপর চড়াও হতে মরিয়া প্রোটিয়ারা।
সর্বোচ্চটা দিতে কেনিংটন ওভালে প্রস্তুত ইমরান তাহিরের দল।
এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যার পারফরম্যান্সের দিকে তাকিয়ে বাংলাদেশি সমর্থকরা, তিনি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশসেরা আর বিশ্বসেরা অলরাউন্ডার বলেই তা নয়, পরিসংখ্যান এমনটিই বলছে।
পরিসংখ্যান বলছে, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে সফল পারফরমার সাকিবই।
তা বল হাতে হোক বা ব্যাট করে হোক- দুই জায়গাতেই প্রোটিয়াদের বিপক্ষে সাকিবই সেরা।
যদিও বোলিংয়ে সমানসংখ্যক উইকেট নিয়ে সাকিবের পাশে রয়েছেন রুবেল হোসেন। তা ছাড়া ব্যক্তিগত সর্বোচ্চ নিয়ে ওপরে রয়েছেন মুশফিকুর রহিম।
তবে সব মিলিয়ে বোলিং ও ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই দ. আফ্রিকার বিপক্ষে সেরা সাকিব আল হাসান।
তা ছাড়া বড় ম্যাচে জ্বলে ওঠেন সাকিব। এর উদাহরণ রয়েছে ভুরি ভুরি। তাই সন্দেহাতীতভাবে অধিনায়ক মাশরাফি ও দেশবাসী আজ সাকিবের কাছ থেকে একটু বেশি কিছু চাইতেই পারেন।
এবার একনজরে দেখা যাক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা পরিসংখ্যানগুলোর পাশাপাশি সাকিবের রেকর্ড-
১. বিশ্বকাপে এ পর্যন্ত মুখোমুখি তিন দেখায় দক্ষিণ আফ্রিকার দুই জয়ের বিপরীতে বাংলাদেশের জয় একটিতে।
২. আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ২০ বার মুখোমুখি হয়েছে। এখানেও জয়জয়কার প্রোটিয়াদের। বাংলাদেশের মাত্র তিন জয়ের বিপরীতে তাদের জয় ১৭ ম্যাচে।
৩. ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে ২০০৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম মুখোমুখি হয়েছিল এ দুই দল। ওই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ৯৩ রান করে ৯ উইকেটে হেরেছিল টাইগাররা।
৪. দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ২৭৮/৮, কিম্বার্লিতে-২০১৭
দক্ষিণ আফ্রিকা ৩৬৯/৬, ইস্ট লন্ডনে-২০১৭
৫. দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ৭৮/১০, মিরপুরে-২০১১
দক্ষিণ আফ্রিকা ১৬২, মিরপুর-২০১৫
৬. সর্বোচ্চ রান সংগ্রাহক
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৩২২ রান
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) ৫৭২ রান
৭. ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ১১০, কিম্বার্লি-২০১৭
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ১৭৬, পার্ল-২০১৭
৮. সর্বোচ্চ উইকেট শিকারি
রুবেল হোসেন (বাংলাদেশ) ১২ উইকেট
সাকিব আল হাসান (বাংলাদেশ) ১২ উইকেট
মাখায়া এন্টিনি (দক্ষিণ আফ্রিকা) ১৮ উইকেট
৯. সেরা বোলিং ফিগার
রুবেল হোসেন ৪/৬২, কিম্বারলি-২০১৭
কাগিসো রাবাদা ৬/১২, মিরপুর-২০১৫