টানা ১০ দিন সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

0
370

খবর৭১ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ১০দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার ১জুন থেকে১০জুন পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে ওই বন্দরের সকল কার্যক্রম। ১১ জুন থেকে আবারও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন জানান, ঈদ উপলক্ষ্যে ১০ দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এই সিদ্ধান্তের বিষয়টি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এবং ভারতের গোলকগঞ্জ স্হল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here