শেরপুর থেকে আবু হানিফ :
সকলের শান্তি ও সমৃদ্ধি কামনায় শেরপুরে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শুক্রবার সন্ধ্যায় শহরের সজবরখিলা এলাকার চেম্বার ভবনে আয়োজিত এ মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মনিজা মাসুদ।
এ উপলক্ষে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথিসহ বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মো. মাসুদ। প্রধান অতিথি আতিউর রহমান বলেন, উইমেন চেম্বার শেরপুরের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখছে। এই সংগঠনের মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্য ও শিল্প স্থাপনে সহযোগিতা পাবেন বলে তিনি আশা করেন। পরে উইমেন চেম্বারের পক্ষ থেকে হুইপ আতিউর ৭টি এতিম শিশুর হাতে জাকাতের অর্থ তুলে দেন।
Home
ব্যাবসা ও বাণিজ্য শেরপুরে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল