শেরপুরের ঝিনাইগাতী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

0
536

শেরপুর থেকে আবু হানিফঃ শেরপুরের ঝিনাইগাতী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ৩১ মে ২০১৯ শুক্রবারে উপজেলা সদর বাজারের ঝিনাইগাতী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি এম খলিলুর রহমান। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এতে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জাসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, থানার সিনিয়র এস আই খোকন চন্দ্র সরকার, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রববানী টিটু, মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ছমির আলী মল্লিক, সীমান্ত মডেল কলেজ প্রতিষ্ঠাতা মোঃ শাহিনুর, সিনিয়র সাংবাদিক হারুন উর রশিদ দুদু, ঝিনাইগাতী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, মোরাদ সাহজাবাল, মোঃ আল-আমী, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি রফিকুল ইসলাম মান্নান, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল হক মনির প্রমুখ। এ ছাড়াও উপজেলায় কর্মরর্ত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here