মোঃ দবিরুল ইসলাম/ পঞ্চগড় প্রতিনিধি :
মুসলমানদের পবিত্র উৎসব ঈদ উল ফিতর উপলক্ষ্যে উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্হলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ ৯ দিন আমদানি রফতানি বন্ধ ঘোষনা করা হয়েছে।
তবে চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।
পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশন সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা বলেন,আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে ১ জুন শনিবার থেকে ৯ জুন রবিবার পর্যন্ত বাংলাবান্ধা স্হলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে। সোমবার (১০ জুন ) সকাল থেকে পুনরায় শুরু হবে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।