খবর ৭১ঃ নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার নিজেদের বিশ্বকাপ লক্ষ্যে মাঠে নামছে উইন্ডিজ এবং পাকিস্তান। সাবেক এই দুই বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।
বিশ্বকাপের প্রথম দুই আসরে কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েডের হাত ধরে ক্যারিবীয়দের ঘরে এসেছিল বিশ্বকাপ শিরোপা। তবে এর কেটে গেছে প্রায় ৩০ বছর, কিন্তু উইন্ডিজদের বিশ্বকাপ শিরোপা থেমে আছে সেই দুইয়েই। লয়েডের পরে আর কোনো উইন্ডিজ অধিনায়ক পারেননি বিশ্বকাপ শিরোপা ঘরে আনতে।
অন্যদিকে আর এক কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে প্রথম এবং শেষবারের মতো বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখে পাকিস্তান। এরপর ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস কিংবা ইনজামাম-উল-হকের মতো অধিনায়ক পাকিস্তানকে নেতৃত্ব দিলেও বিশ্বকাপ আর ছুঁয়ে দেখতে পারেনি তারা।
তবে পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা অধিনায়ক সরফরাজ আহমেদ দেখছেন বিশ্বকাপ শিরোপার স্বপ্ন। আর দলের জয়ের ব্যাপারে পাকিস্তানি অধিনায়ক বেশ আত্মবিশ্বাসী। যদিও শেষ দশ ওয়ানডে ম্যাচের সব ক’টিতেই হারের মুখ দেখেছে তারা।