জয়ে বিশ্বকাপ শুরুর পর উচ্ছ্বসিত ইংলিশ অধিনায়ক

0
401

খবর৭১ঃবিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। জয়ে বিশ্বকাপ শুরুর পর উচ্ছ্বসিত ইংলিশ অধিনায়ক।

খেলা শেষে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেন, ‘জয়ে বিশ্বকাপ শুরু করতে পেরে আমরা আনন্দিত, আমরা যে পরিণত দল এই জয়ই তা প্রমাণ করে। গত দুই বছর ধরে আমরা স্মার্ট ক্রিকেট খেলেছি। সবশেষ দুই বছরে আমাদের উন্নতি চোখে পড়ার মতো।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ে অসাধারণ ব্যাটিংয়ের (৮৯ রান) পাশাপাশি এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বেন স্টোকস।

খেলা শেষে ম্যাচ সেরা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস বলেন, ‘ম্যাচ জয়ে সত্যিই ভালো অনুভব হচ্ছে। আজ আমরা আমাদের তিনটি বিভাগেইচমক দেখাতে পেরেছি।’

বৃহস্পতিবার ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদেরকাছে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে অসাধারণ খেলেছেন বেন স্টোকস-আর্চাররা। তাদের ব্যাটে বলের নৈপুণ্যের দিনে সেভাবে লড়াই করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের দেয়া ৩১২ রানের টার্গেটে খেলতে নেমে ৩৯.৫ ওভারে ২০৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩১১/৮ (বেন স্টোকস ৮৯, মরগান ৫৭, জেসন রয় ৫৪, জো রুট ৫১; লুঙ্গি এনডিগি ৩/৬৬ )।

দক্ষিণ আফ্রিকা: ৩৯.৫ ওভারে ২০৭/১০ (ডি কক ৬৮, দাসুন ৫০, ফেয়ালুকাওয়ে ২৪; আর্চার ৩/২৭)। ফল: ইংল্যান্ড ১০৪ রানে জয়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here