খবর৭১ঃ হাঙ্গেরির দানিয়ুব নদীতে নৌকাডুবিতে দক্ষিণ কোরিয়ার অন্তত সাত পর্যটক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন।
বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজধানী বুদাপেস্টের কাছে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স ও বিবিসির।
সংবাদমাধ্যমে জানানো হয়, মারমেইড বা মৎস্যকন্যা নামে ওই নৌকাটিতে ৩৩ যাত্রী ছিলেন। যাত্রীদের বেশিরভাগ দক্ষিণ কোরিয়া থেকে আসা পর্যটক।
নৌকাটি গন্তব্যে যাওয়ার পথে ঘাঁটে ভিড়তে যাওয়া অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এর পর জীবিত সাত ও নিহত সাতজনকে উদ্ধার করা হয়।
নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন কোরিয়ান নাগরিক। তবে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সরকার কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি দল হাঙ্গেরিতে পাঠানোর পরিকল্পনা করছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই নৌকা, ডুবরি, স্পটলাইট এবং রাডার স্ক্যানিং যন্ত্র দিয়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে।
উদ্ধারকারী দল বলছে, তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তবে নিখোঁজদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা কম বলেও আশঙ্কা করছেন তারা।
হাঙ্গেরি দিয়ে প্রবাহিত ইউরোপের সবচেয়ে দীর্ঘ নদী দানিয়ুব পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থান। প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন।