জিরা এশিয়ার সঙ্গে ৫০ কোটি ডলারের সমঝোতা স্বাক্ষর করল সামিট গ্রুপ

0
425

খবর৭১ঃ সামিট গ্রুপের সঙ্গে জাপানের জিরা এশিয়া কোম্পানি কক্সবাজারের মাতারবাড়িতে জ্বালানি অবকাঠামো প্রকল্প উন্নয়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে টোকিও এর নিউ ওটানি হোটেলে বুধবার রাতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সামিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সামিট গ্রুপের পরিচালক ফয়সাল খান ও জিরা এশিয়ার সিইও তোসিরো কুদামা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

অবকাঠামো প্রকল্পটির আওতায় কার্গো ও প্রাথমিক জ্বালানির বিভিন্ন টারমিনাল উন্নয়ন করা হবে। আগামী দুই মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে প্রকল্পটি। এতে বিনিয়োগ করা হবে ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার। এর ফলে বার্ষিক ২০ মিলিয়ন টন জ্বালানি সরবরাহের সক্ষমতা বাড়বে।

এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাত ফাতিমা ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান উপস্থিত ছিলেন।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here