খবর ৭১ঃ অনেক প্রতিক্ষার পরে ওয়াও প্লেতে মুক্তি পেল ওয়াও প্লে’র বিশ্বকাপ থিম সং ‘ধুম ধুম’। ওয়াও প্লে’র কর্তৃপক্ষ জানান, এ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ দলকে উৎসাহ তথা বাংলাদেশের ক্রিকেট তারুণ্য কে আরও উদ্দীপ্ত করাই ওয়াও প্লে’র ইচ্ছা।
গানটি শুনতেঃ
‘ধুম ধুম’ মিউজিক ভিডিওর প্রধান চরিত্রে অভিনয় করেন মৌরি সেলিম, ইউটিউব তারকা প্রত্যয় হিরণ এবং শিশু শিল্পী স্পৃহা ও প্রেয়সী। গানটির পরিচালক ঈশান হায়দার বলেন, এ গানে অংশ নিয়েছেন কলকাতায় অনুষ্ঠিত ট্রাই নেশন টি-২০ হুইলচেয়ার ক্রিকেট সিরিজে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট বাংলাদেশ চ্যাম্পিয়ন দল। তিনি বলেন ‘আমার বিশ্বাস ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে ঘিরে এই গানটি দর্শক জনপ্রিয়তা এ যাবৎ কালের ইউটিউবের সব রেকর্ড ভঙ্গ করবে।’
চার মিনিটের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আলভী, বাবলু কবির ও দেবশ্রী অন্তরা রয় চৌধুরী। গানটি লিখেছেন আলিফ প্রভাত। ওয়াও প্লে’র স্বত্বাধিকারী এবং কামরুল গ্রুপ এর চেয়ারম্যান ড. কামরুল আহসানের বনানী অফিসে সংগীত শিল্পী আলভী’র সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল গ্রুপের মার্কেটিং হেড মোহাম্মদ আমিনুল ইসলাম (বাদল), ওয়াও প্লে’র নির্বাহী প্রযোজক ঈশান হায়দার, কামরুল গ্রুপের প্রধান ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার মোঃ সৈকত সবুজ।
বিশ্বকাপ থিম সং ‘ধুম ধুম’ সম্পর্কে ওয়াও প্লে’র স্বত্বাধিকারী এবং কামরুল গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান বলেন, ‘খেলাধুলার মঞ্চে সংগীতের যে প্রভাব ও গুরুত্ব তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। খেলোয়াড়দের উজ্জীবিত করা থেকে শুরু করে দর্শকদের জন্য একটা পরিচিত সুর প্রয়োজন। আমি নিশ্চিত এ থিম সং’টা বিশ্বকাপে বাংলাদেশর প্রাণ হয়ে থাকবে।’