রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় স্কুল ছাত্রীসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পোড়াহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে আসছিল। পথিমধ্যে পোড়াহাটি নামকস্থানে পৌঁছালে মাইক্রোবাসের সামনের চাকা বাস্ট হয়ে প্রথমে ৮ম শ্রেণী পড়ুয়া পথচারী ওই স্কুল ছাত্রী ও পরে বাইসাইকেল আরোহিকে ধাক্কা দেয়। পরে মাইক্রোটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।