খবর৭১:ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফিরতে আজ থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।
আজ সকালে দেয়া হচ্ছে ৭ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে আগামীকাল ৩০ মে দেয়া হবে ৮ জুনের, ৩১ মে ৯ জুন, ১ জুনের টিকিট ১০ জুন এবং ২ জুন দেয়া হবে ১১ জুনের টিকিট।
একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না বেল রেলভবন সূত্রে জানা গেছে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।
এ ছাড়া অনলাইনে অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ৫০ শতাংশ টিকিট। অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি না হলে অবিক্রীত টিকিট পরে কাউন্টার থেকে দেয়া হবে।