আজ বিকালে তিন দিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

0
325

খবর৭১:রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ বুধবার (২৯ মে) বিকালে ভারতে যাবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন মঙ্গলবার বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) বিকাল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’

তিনি বলেন, ‘শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।’

ভারতের রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে ভারতের রাষ্ট্রপতির দফতর থেকে ঘোষণা করা হয়েছে।

আগামী ৩১ মে বিকালে একটি ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে। বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here