খবর ৭১ঃ আগের প্রস্তুতি ম্যাচে ভারতকে ১৭৯ রানে অলরাউট করে দিয়েছিল নিউজিল্যান্ডের বোলাররা। আজ ব্রিস্টলে সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই ৪২১ রানের পাহাড় গড়লো ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। তা না হলে স্কোরটা হতো আরো বড়।
টস হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন ক্রিস গেইল-এভিন লুইস। দলীয় ৫৯ রানে ২২ বলে ৩৬ করে আউট হন গেইল। এরপর শেই হোপের সঙ্গে জুটি করেন লুইস। ৫৪ বলে ৫০ রান করে ফেরেন তিনি। পরের ব্যাটসম্যানরা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে তাদের ছোট ছোট ঝড়ো ইনিংসই উইন্ডিজের দলীয় সংগ্রহটাকে নিয়ে গেছে ৪০০’র ওপর। আর একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন হোপ (৮৬ বলে ১০১)। ড্যারেন ব্রাভো ২২ বলে ২৫, শিমরন হেটমায়ার ২৪ বলে ২৭, অধিনায়ক জেসন হোল্ডার ৩২ বলে ৪৭ রান করেন। আইপিএলে ছক্কার বন্যা বইয়ে দেয়া আন্দ্রে রাসেল নির্দয়ের মতো মেরেছেন কিউই বোলারদের। মাত্র ২৫ বলে ৭ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৫৪ রান করে রাসেল। শেষের দিকে কার্লোস ব্র্যাথওয়েট ১৬ বলে ২৪ ও মাত্র ৯ বলে ২১ রান করেন অ্যাশলে নার্স। নিউজিল্যান্ডের পক্ষে ৫০ রানে ৪ উইকেট নিয়ে সফলতম বোলার বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। আর সবচেয়ে বেশি রান বিলিয়েছেন ম্যাট হেনরি। মাত্র ৯ ওভারেই তিনি দেন ১০৭ রান। অবশ্য ২টি উইকেট পেয়েছেন।