ছাত্রলীগ কমিটিতে ১৯ ‘বিতর্কিত’ খুঁজে পেয়েছে

0
351

খবর ৭১ঃ নবগঠিত ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে মোট ১৯ জন ‘বিতর্কিত’ নেতা খুঁজে পেয়েছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার এই ১৯ জনের পদ শূন্য ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া আজ রাতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি এবং আগামীকাল বা পরশু ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বিতর্কিতদের নিয়ে সরব হয়ে ওঠেন পদবঞ্চিতরা। এরপর ১৫ মে দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ওই দিন মধ্যরাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিতর্কিতদের বহিষ্কারে ২৪ ঘণ্টা সময় নেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেখানে চিহ্নিত ১৭ জনের মধ্যে বিতর্কিত ১৬ জনের নামও প্রকাশ করেন তাঁরা।

আজ দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, যে ১৬ জনের নাম তাঁরা সংবাদ সম্মেলনে বলেছিলেন, তাদের ৮ জন নিজেদের পক্ষে দালিলিক তথ্য-প্রমাণ দিয়েছেন যে তাঁরা নির্দোষ। তাদের বাইরেও কয়েকজনের ব্যাপারে তাঁরা আপত্তি পেয়েছিলেন। সব মিলিয়ে ১৯ জনের ক্ষেত্রে প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের ব্যাপারে অধিকতর তদন্তের প্রয়োজন আছে। প্রাথমিকভাবে আজ ওই ১৯ জনের পদ শূন্য ঘোষণা করা হবে।

‘বিতর্কিতদের’ বহিষ্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দীর্ঘসূত্রতার বিষয়ে রাব্বানী বলেন, ‘এই ১০-১২ দিন আমরা গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্য নিয়ে এই কাজটি করেছি, যাদের সম্পর্কে সন্দেহ হয়েছে যাচাই করে দেখেছি। ১৯ জনের ক্ষেত্রে প্রাথমিকভাবে অধিকতর তদন্তের প্রয়োজনীয়তা দেখা গেছে। পদবঞ্চিতরা যে কমিটিকে বিতর্কিত বলছেন, সেটি তাদের পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে, কিন্তু আমাদের তো যাচাই করা দরকার।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি আজ
কেন্দ্রীয় কমিটির সঙ্গে গত বছরের ৩১ জুলাই ঘোষণা করা হয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি (সভাপতি-সাধারণ সম্পাদক)। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর। সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ রয়েছে আর দুই মাস।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানালেন, আজ রাতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে কাল বা পরশু।

‘পদবঞ্চিত নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি’
গত রোববার দিবাগত রাত একটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া অংশ। আজ বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থানে রয়েছেন পদবঞ্চিতরা। ‘বিতর্কিতদের’ বাদ দিয়ে কমিটি পুনর্গঠন না করা পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থানের ঘোষণা দিয়েছেন পদবঞ্চিত অংশের মুখপাত্র ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here