খবর৭১ঃ স্ত্রীর মাথা কেটে, সেই কাটা মাথা নিয়ে থানায় হাজির হয়েছে এক যুবক। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলায়।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত সোমবার পাথরপ্রতিমা থানায় কর্তব্যরত অফিসারের টেবিলের সামনে হাজির এক যুবক।
পুলিশ কিছু জানতে চাওয়ার আগেই ব্যাগ থেকে এক নারীর কাটা মাথা বের টেবিলে রাখে। বলে, ‘এটা আমার স্ত্রীর মাথা। আমি খুন করেছি। আমায় গ্রেফতার করুন।’
পরে পুলিশ ওই যুবকের বাড়িতে গিয়ে মহিলার মাথাহীন দেহ উদ্ধার করে।
ওই যুবতীর বাবা গৌর দাসের অভিযোগের ভিত্তিতে অভিজিৎ দাস নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
সুন্দরবন জেলা পুলিশ সুপার তথাগত বসু বলেন, প্রাথমিক তদন্তে অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন করা হয়েছে।