মঈনুল হাসান রতন ,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল নামক স্থানে টমটম ছিনতাইকালে চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে টমটম ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ মে) সকালে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ১২ টায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়- রাতের কোন এক সময় শহরের আনোয়ারপুর এলাকা থেকে মাতাব আলীর পুত্র টমটম চালক সাবাজ মিয়াকে (২৫) শায়েস্তাগঞ্জ যাওয়ার জন্য ভাড়া করে যাত্রীবেশী একদল ছিনতাইকারী। পথিমধ্যে ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌছলে ছিনতাইকারী চালক সাবাজ মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে এবং টমটমটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ বিষয়টি আচ করতে পেরে একজনকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তিতে অপর দুইজনকে আটক করা হয়।জেলা সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন- টমটম চালক হত্যার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং শীঘ্রই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।