পাঠাও চালক ইসমাইল হত্যা মামলার অন্যতম আসামি নোমান গ্রেপ্তার

0
463

খবর ৭১ঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র, পাঠাও চালক ইসমাইল হোসেন জিসান হত্যা মামলার অন্যতম আসামি নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম সুজন। নোমানকে আজ আদালতে তোলা হচ্ছে বলেও জানান তিনি।

পাঠাও চালক ইসমাইল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন। ঢাকার শ্যামলী এলাকার একটি বাসায় থাকতেন ইসমাইল। ১২ মে-র পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ২৩ মে গাজীপুরের গাছা থানার কামারজুড়ি এলাকা থেকে ইসমাইলের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইসমাইলের বাবা বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

এর আগে এই মামলায় হাসিবুল হাসান এবং তার স্ত্রী সজনি আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার আদালতে জিসানকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি হাসিবুল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here