শরীয়তপুত জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত

0
417

খবর৭১ঃ ভেদরগঞ্জ উপজেলায় শরীয়তপুত জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লারহাট সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।

সখিপুর থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, চট্টগ্রাম থেকে রোহান (মেট্রো ব ১১-০০৮২) পরিবহনের একটি বাস খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে ওই এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে কম-বেশি ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here