দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0
565

খবর৭১ঃ দিনাজপুরে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কাউগাঁ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার বনতাড়া এলাকার আমিজ আলী (৩৫) ও চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকার কিতাব উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৬০)। তারা পেশায় লিছু ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে ভ্যানে লিচু উঠিয়ে দিয়ে ওই দুইজন মোটরসাইকেলে করে দিনাজপুর শহরের দিকে আসছিলেন। পথে ফুলবাড়ীগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here