খবর৭১ঃ উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় পশ্চিমা অস্ত্র বিশেষজ্ঞরা রীতিমত উদ্বেগ প্রকাশ করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ছোটখাটো বিষয় বলে উড়িয়ে দিয়েছেন।
এই মুহূর্তে জাপান সফরে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আর সেখানে যাওয়ার সময় টুইটার পোস্ট ট্রাম্প বলেন, “উত্তর কোরিয়া কিছু ছোট অস্ত্র পরীক্ষা করেছে যাতে আমার কিছু লোকজন বিরক্ত। কিন্তু আমি বিরক্ত নই। ”
উল্লেখ্য, উত্তর কোরিয়া গত ৯ মে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এর আগে ৪ মে উত্তর কোরিয়ার সেনারা মহড়া চালায়।