চকবাজারে ১০ কোটি টাকার নকল কসমেটিকস জব্দ

0
364

খবর৭১ঃ রাজধানীর চকবাজারে ২১ ঘণ্টার নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১০ কোটি টাকা মূল্যের নকল কসমেটিক্স উদ্ধার করে ভ্রম্যমাণ আদালত।

অভিযানে বিভিন্ন নামি-দামি কোম্পানির পণ্য নকল করা ও বিক্রির অপরাধে ছয়জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড ও ১ কোটি ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

জব্দ হওয়া এসব নকল কসমেটিক্স রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্যানিটারি ল্যান্ডফিলে ধবংস করা হয়।

রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের ফেসবুক পেজে একটি ভিডিও এবং কয়েকটি ছবি শেয়ার করা হয়। এতে অভিযানের বিষয়টি তিনি তুলে ধরেন।

এছাড়া নকল পণ্য তৈরি ও মজুদ রাখার অভিযোগে ১৬টি দোকান, গোডাউন ও কারাখানা বন্ধ করে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here