বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

0
387

খবর৭১ঃ আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে এই মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা।

যদিও এটি আনুষ্ঠানিক কোনো ম্যাচ নয়। এই ম্যাচে পনেরো জন খেলোয়াড়ের সবাই ঘুরেফিরে খেলতে পারবেন।

এমনকি এসব ম্যাচের রেকর্ডও সংরক্ষণ করা হবে না।
তারপরও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ব ক্রিকেটের মহারণে নামার আগে পাকিস্তানের বিপক্ষে আজকের অনুশীলন ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হবে বাংলাদেশের।

কার্ডিফে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটা থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান অনুশীলন ম্যাচ।

২ জুন মূল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার আগে আরও একটি অনুশীলন ম্যাচ খেলবেন মাশরাফিরা। ভারতের বিপক্ষে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here