ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক আনসার সদস্য আহত

0
394

খবর৭১ঃ ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক আনসার সদস্য আহত হয়েছেন। শনিবার (২৫ মে) বিকালে রাজধানীর তেজগাঁও কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন বক্ষব্যাধী হাসপাতালের চিকিৎসকরা।
আহতের বড় ভাই শাহ আলম জানান, রাজিব সাধারণ আনসার সদস্য। সে নরসিংদী জেলার রায়পুরা থানার জনতা ব্যাংকে ডিউটি করতো। রবিবার (২৬ মে) মহেশপুর ৫৮ ব্যাটালিয়নে চাকুরির জন্য দাঁড়াতে, নরসিংদী থেকে তিতাস এক্সপ্রেস ট্রেনে করে সে ঢাকায় আসছিল। পথে তেজগাঁও কাঁচাবাজার এলাকায় দুই ছিনতাইকারী তার বুকে ছুরি চালিয়ে নগদ দুই হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান তেকে পরে তাকে বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here