এবারের বাজেট হবে উন্নয়নের বাজেট: প্রধানমন্ত্রী

0
403

খবর৭১:সরকারের বাজেট উন্নয়নের বাজেট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৩ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে। এবারের বাজেট হবে ৫ লাখ কোটি টাকার ওপরে।’২৫ মে গণভবনে রাজনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিন বলেন, ‘১৯৯৬ সালে যখন সরকার গঠন করি, তখন আমাদের বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকা। চলতি অর্থ বছরে (২০১৮-১৯ অর্থ বছরে) ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিলাম। এবার আমরা নতুন বাজেট দিতে যাচ্ছি আগামী জুন মাসে। আমরা ১৩ জুন পার্লামেন্টে বাজেট উপস্থাপন করবো।’

বাংলাদেশের উন্নয়ন দেশব্যাপী বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়ন গ্রামের তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে। প্রতিটি গ্রামের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা—সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। একজন মানুষও গৃহহারা থাকবে না। কেউ বিনা চিকিৎসায় থাকবে না, কেউ শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। প্রত্যেকটি মানুষ তার মৌলিক অধিকার পূর্ণ করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মেসবাউর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here