খবর ৭১ঃ রাজশাহী মেডিকলে কলেজ (রামেক) হাসপাতালের হোস্টেলের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে রামেকের নূর-নবী হোস্টেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাসুদ (৪৫) নগরীর বুলোনপুর এলাকার মৃত নজির শেখের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, মাসুদসহ কয়েকজন নূর-নবী হোস্টেলের রং-এর কাজ করছিলেন। এ সময় হোস্টেলের তিন তলা ছাদ থেকে পড়ে যায় মাসুদ। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আরও এক শ্রমিক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মরদেহ হাসপাতালের মর্গতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।