মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাটে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নবীগঞ্জের গুজাখাইড় ও চুনারুঘাটের ঘনশ্যামপুর গ্রামে এ দুই ঘটনা ঘটে।নিহতরা হলেন– নবীগঞ্জের গুজাখাইড় গ্রামের আব্দুল জলিলের ছেলে সিজিল মিয়া (৪৫) ও চুনারুঘাটের আমু চা-বাগানের প্রদীপ উরাওয়ের কন্যা সীমা উরাও (২৬)।নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, আজ (শুক্রবার) দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশে একটি হাওরে মাছ ধরতে যান সিজিল মিয়া। এসময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।অন্যদিকে, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, আজ বিকালে সীমা উরাও বাগান থেকে পাশের ঘনশ্যামপুর গ্রামে কাজ করতে যান। কাজের একপর্যায়ে ঝড় শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বজ্রাঘাতে তিনি আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।