বিরল প্রজাতির বনরুই উদ্ধার

0
568

খবর৭১ঃকুড়িগ্রামের নাগেশ্বরী থেকে একটি বিরল প্রজাতির বনরুই উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার এলাকার আব্দুর রশীদের বাড়ী থেকে বনরুইটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনরুইটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, আন্তর্জাতিক দুর্বৃত্ত চক্রের সঙ্গে জড়িত আব্দুর রশীদ ভারত থেকে বনরুইটি এনে অন্য কোনো দেশে পাঁচার করার পরিকল্পনা করেছিল।

বনরুইটি শুক্রবার বনবিভাগের কাছে হস্তান্তরের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি।এদিকে বনরুইটি দেখতে উৎসুক জনতা থানায় ভিড় করছে।

কচাকাটা থানার ওসি ফারুক খলিল জানান, বনরুইটি সুস্থ আছে। সেটিকে বনবিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here