শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুর প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজার ছেলে, অনলাইন প্রিয় ডটকমের সাব এডিটর ও রাজধানীর তেজগাঁও কলেজের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ইহসান ইবনে রেজা ফাগুনের অকাল মৃত্যু ও হত্যাকান্ডের ঘটনায় শেরপুর প্রেসকাবের দুই দিনের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৪ মে শেরপুর জেলার বিভিন্ন মসজিদসহ জেলা শহরের মসজিদে মসজিদে তরুণ সাংবাদিক ফাগুনের রোহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেরপুর প্রেসকাবের সভাপতি শরিফুর রহমান শহরের খরমপুর জামে মসজিদে, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন খোয়ারপাড় শাপলা চত্বর জামে মসজিদে, শহরের ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনসহ বিভিন্ন মসজিদে মসজিদে সাংবাদিকগণ এবং মসজিদ কমিটির সভাপতি, সম্পাদকগণ মরহুম ফাগুনের রোহের মাগফেরাত কমনা করে দোয়া করার জন্য মুসুল্লিদের প্রতি অনুরোধ করেন। একই সাথে তারা প্রত্যাশা করেন দ্রুতই যেন খুনিরা সনাক্ত হয় এবং এর উপযুক্ত বিচার হয়।
এদিকে ফাগুনের হত্যাকান্ডের জন্য দায়ীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ রেল পুলিশের গাফলতির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবীতে ২৫মে শনিবার প্রেসকাবের উদ্যোগে বেলা ১১টায় শেরপুর প্রেসকাবের উদ্যোগে শেরপুর থানার মোড় বঙ্গবন্ধু স্কয়ারে এবং জামালপুর প্রেসকাবের উদ্যোগে জামালপুরে কালোব্যাজ ধারণ ও মানব বন্ধন কর্মসূচী পালন করা হবে। উক্ত কর্মসূচী সফল করার জন্য শেরপুর প্রেসকাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন সকল সাংবাদিকসহ সচতেন জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন।