শেরপুর থেকে আবু হানিফ : শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীর পানিতে ডুবে মাইমুনা নামের ৮ বছরের এক কন্যাশিশু মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে পৌর শহরের উত্তর গড়কান্দা মহল্লার মারুফ মিয়ার কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাইমুনা দুপুরে তার বোনের সাথে পার্শ¦বর্তী ভোগাই নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে ভাটির দিক থেকে মাইমুনার মরদেহ খুঁজে পায়। এসময় দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান মাইমুনাকে মৃত ঘোষনা করেন।