বিশ্বকাপে বাংলাদেশের প্রথম মিশন পাকিস্তান

0
430

খবর ৭১: আসন্ন বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে আইসিসি নির্ধারিত দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। মূল ময়দানে নামার আগে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান হলো বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ।

বিশ্বকাপের ময়দানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ হতে পারে টাইগারদের বাড়তি অনুপ্রেরণা। দুটি ম্যাচে ভালো করতে পারলে মূল আসরে নিজেদের আত্মবিশ্বাস আরো তুঙ্গে থাকবে।

বিশ্বকাপ মিশনের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৬ মে কার্ডিফে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২৮ মে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। সেই ম্যাচও কার্ডিফে অনুষ্ঠিত হবে। টিভি পর্দায় সরাসরি সম্প্রচার করা হলেও এসব প্রস্তুতি ম্যাচের রেকর্ড ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্যারিয়ারে যুক্ত করা হবে না।

ইতোমধ্যে অপরাজিত ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে টাইগারদের মেজাজ ফুরফুরে। প্রস্তুতি ম্যাচের আগেই দলে যোগ দেবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ওপেনার তামিম ইকবাল।

ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা এ দুটি ম্যাচ দেখাবে ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস। বিশ্বকাপে আগে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। সবকটিই সম্প্রচার করবে ভারতীয় এই স্পোর্টস চ্যানেল। বৃহস্পতিবার (১৬ মে) এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সংযোগ গুপ্তা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচসমূহ সম্প্রচার করবে পিটিভি স্পোর্টসও। এছাড়াও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটি স্বদেশী চ্যানেল জি-টিভি সরাসরি সম্প্রচার করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here