মাদকদ্রব্য সহ লালমনিরহাটে দুই কারারক্ষীদের আটক করেছে ডিবি পুলিশ

0
328

খবর৭১:লালমনিরহাট কারাগারে দুই কারাক্ষীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন- লালমনিরহাট কারাগারের জেল সুপারের গাড়ি চালক গাইবান্ধার ফিরোজ কবির (৩৫) ও কারাগারের সিআইডি চাঁপাইনবাবগঞ্জের তহুরুল ইসলাম (৩২)।
বুধবার (২২ মে) রাত ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উপজেলার বড়বাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে এক বোতল ফেনসিডিল ও পাঁচ পিস ইয়াবাসহ ফিরোজ ও তহুরুলকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বাংলানিউজকে বলেন, তার দুই কারারক্ষী ডিবি পুলিশের হাতে আটকের বিষয়টি লোকমুখে শুনেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিধিমত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here