ঈদ যাত্রায় ভারত থেকে আসছে ৬০০ বিআরটিসি বাস : ওবায়দুল কাদের

0
439

খবর ৭১ঃ ঈদযাত্রা নির্বিঘ্নে সহায়ক ভূমিকা পালন করতে বিআরটিসির ৬০০ বাস আসবে ভারত থেকে; এরই মধ্যে ১৭৯টি বাস দেশে এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ভারতের যে দল বা জোট ক্ষমতায় আসুক তাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। ভারতের নির্বাচনের পর দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।পাশাপাশি দুদেশের যোগাযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ধানের চলমান সংকট প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সরকার কৃষক বান্ধব। আগুন জ্বালিয়ে ধান পুড়িয়ে সমস্যার সমাধান হবে না।ধানের দাম নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ সময় ধানের দাম নিয়ে সংকট ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here