৩ পরিবর্তন আসছে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে

0
417

খবর ৭১ঃ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আগামী ৩০ মে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। এদিকে বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ২৩ মে পর্যন্ত খেলোয়াড় পরিবর্তন করতে পারবে অংশগ্রহণকারী ১০ দল। সেই সুযোগ কাজে লাগিয়ে স্কোয়াডে তিনটি পরিবর্তন আনতে পারে ইসিবি।
মঙ্গলবার ঘোষণা করা হতে পারে বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড।

ড্রাগ টেস্টের বাধা পার হতে পারেননি ওপেনার অ্যালেক্স হেলস। তাই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে জায়গা পান জেমস ভিন্স। আর ইংল্যান্ড বিশ্বকাপ দলেও তাকে রেখে দিচ্ছে।

লেগস্পিন বোলিং অলরাউন্ডার জো ডেনলির পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেতে যাচ্ছেন আরেক স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম ডসন। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তিন ম্যাচে উইকেট শূন্য ছিলেন ডেনলি। ব্যাট হাতে করেন ১৭ রান।

অন্যদিকে হ্যাম্পশায়ারের হয়ে ওয়ানডে কাপে ডসন ৯ ম্যাচে করেছে ২৭১ রান, আর বল হাতে নিয়েছেন ১৮ উইকেট। মূলত এই পারফম্যান্সের কারণেই বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে ডসনের।

ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াডে পেসার ডেভিড উইলির পরিবর্তে জায়গা পেতে যাচ্ছেন জোফ্রা আর্চার। ইংল্যান্ডের পেস বান্ধব উইকেটে বলের গতিও বেশ কার্যকরী ভূমিকা পালন করে। আর্চার টানা ৯০ মাইল গতিতে বল করতে পারেন। সেই দিক বিবেচনা করেই আর্চারকে বিশ্বকাপ দলে নেওয়া হবে।

ইংল্যান্ডের নির্বাচক ও অধিনায়ক ইয়ন মরগানের সম্মতিক্রমেই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের সম্ভাব্য পরিবর্তিত বিশ্বকাপ দলঃ

ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, জেমস ভিন্স, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার, মঈন আলী, বেন স্টেকস, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, স্যাম কুরান, লিয়াম প্ল্যাংকেট, লিয়াম ডসন ও জোফ্রা আর্চার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here