মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৬ জন আটক, ১৭০ পাসপোর্ট উদ্ধার

0
479

খবর৭১ঃমালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে জাল পাসপোর্ট ও ভিসা স্টিকারসহ ১৬ জনকে গ্ৰেফতার করেছে ইমিগ্রেশন।

এ সময় উদ্ধার করা হয়েছে ১৭০টি বাংলাদেশি পাসপোর্ট, ইন্ডিয়ার ১০টি পাসপোর্টসহ ১০ জাল ভিসা স্টিকার।

গত ১৬ মে কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কেলাং লামার একটি অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন ফাইলসহ মালয় রিংগিত ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ১৬ জনকে। আটককৃতদের বয়স ২২ থেকে ৪৬ বছর। তাদের বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের মধ্যে স্থানীয় ৮ জন, বাকি ৮ জন বিদেশি নাগরিক। ওই ৮ জনের দুইজন বাংলাদেশি বলে স্থানীয় পত্রিকা উতুসানে প্রকাশিত খবরে জানা গেছে।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ বলেন, এই চক্রটি বিভিন্ন বিদেশি শ্রমিকদের সহজেই ভিসা পাওয়া এবং পাসপোর্ট তৈরির কাজে দীর্ঘ এক বছর যাবত নিয়োজিত ছিল।

জব্দকৃত বাংলাদেশি পাসপোর্টের মধ্যে কতগুলো জাল তা স্থানীয় পত্রিকায় উল্লেখ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here