খবর৭১ঃহঠাৎ উধাও হয়ে যাওয়া দেশের বড় বড় ফেসবুক গ্রুপগুলো ফিরে আসতে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কয়েকটি গ্রুপ সক্রিয় হয়েছে বলে জানান গ্রুপগুলোর অ্যাডমিনরা।
একইসঙ্গে গ্রুপগুলোর অ্যাডমিনদের অ্যাকাউন্টও সচল হতে শুরু করেছে। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো ফিরে এসেছে ফেসবুক গ্রুপ সার্চ ইংলিশ। গ্রুপটি যখন ফেসবুক থেকে উধাও হয়ে যায় তখন তার সদস্য ছিল অন্তত ১৯ লাখ ১৫ হাজার
গ্রুপটির প্রতিষ্ঠাতা ও সার্চ ইলিংশের প্রধান রাজীব আহমেদ জানান, ১৪ মে ভোরের কোনো একটা সময় গ্রুপটি হঠাৎ করে ফেসবুকে আর পাওয়া যাচ্ছিল না। কিছু পর তার অ্যাকাউন্টও নিষ্ক্রিয় হয়। এরপর ফেসবুকের কাছে ইমেইল করেন তিনি।
এই গ্রুপের মাধ্যমেই ফেসবুকের কমিউনিটি লিডার হয়েছেন রাজীব আহমেদ। একইভাবে বৃহস্পতিবার ফিরে আসে ফ্রিল্যান্সারদের জনপ্রিয় ফেসবুক গ্রুপ, আপওয়ার্ক বাংলাদেশ। একইসঙ্গে গ্রুপটির অ্যাডমিনদের সব অ্যাকাউন্টও সক্রিয় হয়েছে সেদিন। এভাবে একে একে ফিরে আসছে অন্যান্য গ্রুপও।