খবর৭১ঃসাতবারের চেষ্টায় সফল হলো টাইগাররা। ওয়েষ্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো শিরোপা জিতল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়া মাশরাফি বিন মুতর্জার নেতৃত্বাধীন দলকে সুসংবাদ দিল আইসিসি।
ওয়ানডে ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রেটিং পয়েন্ট বাড়ল টাইগারদের। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ওয়ানডে র্যাংকিংয়ে ৭ম অবস্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬।
টানা চার ম্যাচ জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের রেটিং পয়েন্টবেড়েছে দাঁড়িয়েছে ৮৯। তবে পয়েন্ট বাড়লেও র্যাংকিংয়ে সেই আগের মতো সাতেইআছে বাংলাদেশ।
৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ষষ্ঠ পজিশনে আছে পাকিস্তান। আর ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে অষ্টম পজিশনে আছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রসঙ্গত,শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিতত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রথমে ব্যাট করে বৃষ্টির বাগড়ায় পড়া ওয়েস্ট ইন্ডিজ ২৪ ওভারে সংগ্রহ করে ১৫২/১ রান। বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২৪ ওভারে ২১০ রান। টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।