শ্রীলঙ্কাকে সন্ত্রাস দমনে ১১ বিলিয়ন ডলার দেবে চীন

0
394

খবর ৭১ঃ সন্ত্রাস দমনে সক্ষমতা অর্জনে শ্রীলঙ্কার পাশে এসে দাঁড়িয়েছে চীন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে কলোম্বকে ১১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে বেইজিং। লঙ্কান প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা সম্প্রতি চীন সফর করেন। সেখানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যেকার আলোচনায় এমন আশ্বাস দেয়া হয়। একইসঙ্গে দ্বীপরাষ্ট্রটির সেনাবাহিনীর সামর্থ্য বৃদ্ধিতে সাহায্য দেয়া হবে বলেও জানানো হয়েছে প্রেসিডেন্ট দফতর থেকে আসা এক বিবৃতিতে।
১১ বিলিয়ন ডলার ছাড়াও চীনের তরফ থেকে আরও ১৫০টি যানবাহন পাচ্ছে শ্রীলঙ্কার পুলিশ। শ্রীলঙ্কার কয়েকটি চার্চ ও অভিজাত হোটেলে সন্ত্রাসী হামলার এক মাসের মধ্যেই এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে চীন। উল্লেখ্য, অনেক আগে থেকেই শ্রীলঙ্কার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে চীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here