খবর৭১ঃ ভারতের উত্তরাখণ্ডের জঙ্গলে তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ দাবানল। রাজ্যের আলমোরা ও নাইনিতাল জেলায় দাবানল বিশালাকার ধারণ করেছে। ভিমতাল, সাত্তাল ও দেবিধুরার পাইন জঙ্গলের দিকে আগুন ছুটে চলায় আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রার পারদ ওপরে ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে আগুনের লেলিহান শিখা।
এ ব্যাপারে সোমবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত ১১ দিনে উত্তারাখণ্ডের রাজধানী দেরাদুনে অন্তত ৩২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আলমোরায় ৭৬টি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৮৯.২৫ হেক্টর জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। একইসময়, নাইনিতালে ১৭০টি অগ্নিকাণ্ডে ১৬৮.২৮ হেক্টর জঙ্গল ভষ্ম হয়ে গেছে।
এর আগে রবিবার পর্যন্ত উত্তরাখণ্ডে প্রায় ৫৯৫টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এরমধ্যে তেহরি গারর্বালে ৭০টি, চম্পাবতে ৬০টি, পাওরি গারর্বালে ৬৮টি ও দেরাদুনের ৩৪টি জায়গার জঙ্গলে আগুন লাগে।
বন কর্মকর্তারা বলছেন, বৃষ্টির অভাব ও তীব্র গরমের কারণে দাবানল বাড়ছে। তবে, পরিবেশবাদীরা এসব অগ্নিকাণ্ডের জন্য মানুষকেই দায়ী করছেন।
খবর৭১/জি