ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবলীগ নেতাকে হত্যা

0
382

খবর ৭১ঃ ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেল (৩৫) খুন হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিও ছিলেন।
কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আল-আমিন জানান, রাত সাড়ে ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশ থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
তার পিঠে ছুরিকাঘাতের দুটি চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানান এএসপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here