বিআরটিএ’র কাগজপত্র নকল করার অভিযোগে আটক ৫

0
362

খবর৭১ঃ বিআরটিএ’র কাগজপত্র হুবহু নকল করার অভিযোগে রাজধানীর কাফরুল থেকে পাঁচজনকে আটক করেছে মহানগর পুলিশের উত্তর গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ভুয়া রেজিস্ট্রেশন-লাইসেন্স, অন্যান্য কাগজপত্র এবং এসব তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়। তারা ১২ বছর ধরে বিআরটিএ’র সব ধরনের কাগজপত্র হুবহু নকল করে আসছিলেন।

দুপুরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here