খবর৭১ঃ ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিস, নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা ফণী মোকাবিলার কাজে নিয়োজিত থাকবেন। জনগণ সাইক্লোন শেল্টারে আসার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না হয়, পুলিশ, আনসার, কোস্টগার্ড সে বিষয়ে সতর্ক রয়েছে।’
বৃহস্পতিবার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অগ্নিনিরাপত্তা বিষয়ক এক বৈঠকের শুরুতে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ফণী আসছে বাংলাদেশের দিকে। এর তীব্রতা আগের থেকে আরও বেড়েছে। ৪ নম্বর সতর্কতা সংকেত থেকে এখন ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনা। আবহাওয়া অধিদফতরের নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশে হয়তো আঘাত হানবে এই ঘূর্ণিঝড়। সেজন্য আমাদের কী কী প্রস্তুতি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি।’
তিনি আরও বলেন, ‘আজ প্রতিটি জেলায় দুর্যোগ মোকাবিলায় বৈঠক হচ্ছে। উপজেলা পর্যায়েও বৈঠক হচ্ছে। জনগণ সাইক্লোন শেল্টারে আসার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না হয়, পুলিশ, আনসার, কোস্টগার্ড সে বিষয়ে সতর্ক রয়েছে।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকেও আজকের বৈঠকে কিছু নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উপকূলীয় জনগণের সেবায় যারা নিয়োজিত থাকে তারা অভিজ্ঞ এবং সাধারণ মানুষকে সেভ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। নিরাপত্তাজনিত সচেতনতা নিয়ে প্রতিটি জেলায় সভা হচ্ছে। উপজেলাগুলোতেও সভা হচ্ছে এবং সবগুলো এলাকায় করণীয় সম্পর্কে নির্দেশনা দেয়া হয়েছে।’