ঝালকাঠিতে ফণির শংকায় প্রস্তুতি ২৮টি সাইক্লোন শেল্টারসহ ৪৫ টি স্কুলে রয়েছে আশ্রয়ন কেন্দ্র

0
394

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় ফণির আঘাতের শংকায় ঝালকাঠিতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে।
জেলার সুগন্ধা, বিশখালি ও হলতাসহ নদ নদীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বঙ্গপসাগর নিকটবর্তী জেলার কাঁঠালিয়ার উপজেলার জেলেরা তাদের নৌকা নিয়ে নদীতেই নোঙর করে আছে।
মাছ ধরার জন্য সমুদ্রে যাত্রা বন্ধ রখেছে এ উপকূলের জেলেরা।
ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বর জানিয়েছেন, জেলায় ২৮টি সাইক্লোন শেল্টারসহ মোট হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন জন্য চাল, প্যাকেটজাত খাবার ও নগদ টাকা মজুদ রেখেছে। জেলা প্রশাসক কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রাখা হয়েছে। ছুটি বালিত করা হয়েছে সকল প্রকার সরকারি কর্মবর্কাদের, জানিয়েছেন তিনি।
তবে বৃহস্পুতিবার দুপুর দুটা পর্যন্ত পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here