শপথ নেয়ায় জাহিদকে বিএনপি থেকে বহিষ্কার

0
628

খবর৭১ঃ দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জাহিদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শিগগিরই তাকে চিঠি দেওয়া হবে।
মির্জা ফখরুল বলেন, এ ছাড়া সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাহিদুর রহমান। এরপর শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, সরকারের চাপে শপথ নিয়েছেন জাহিদুর রহমান। শপথ নিয়ে সাংগঠনিক অপরাধ করেছেন তিনি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, যারা শপথ নিতে পারেন বলে তাদের কাছে তথ্য আছে তাদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত হয়েছে। তাদের বোঝানো হবে যাতে তারা শপথ না নেন।
রোববার একাদশ সংসদ নির্বাচনে বিএনপির আরো দুই বিজয়ী প্রার্থী শপথ নিতে পারেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে কোন দু’জন শপথ নেবেন তা নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here