খবর ৭১ঃ মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক উল্টে চালক স্বাধীন বিশ্বাস (২০) নিহত হয়েছেন।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাগুরা সদর উপজেলার সত্যপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্বাধীন মাগুরা পৌর এলাকার ভিটাসাইর গ্রামের আব্দুস সবুর বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বালি নামিয়ে স্বাধীন শহরে ফিরছিলেন। তিনি সত্যপুর মোড় এলাকায় ট্রাকটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে স্বাধীন গুরুতর আহত হন। স্থানীয়ার তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান মৃত ঘোষণা করেন।